বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের ২৫জন শিক্ষার্থীদের মাঝে গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, রোটারী ক্লাব কিটস প্রোগ্রামের আওতায় রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পোষাক, কম্বল, বালিশসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাবেরর সদস্য মেসবাহউল আলমেরর চাচা কামরুল আলম সিকদার, গোলাম মোস্তফা, সাংবাদিক গোলাম মোর্তুবা রিজু ও তানজিম সিকদার উপস্থিত ছিলেন।