রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজম আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিশ্বাস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ মোঃ ইয়াছির আরাফাত রামিম, সূর্য্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শিহাব আহমেদ, সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বকুলজ্জামান বকুল, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন আহমেদ, ফারুকুজ্জামান ফারুক, মিজানুর রহমান মিঠু ও মোঃ হাজিফুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সূর্য্যনগর রেলগেইট জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুস সালাম।