ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ ওয়াহেদ শিকদারের দাফন সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০২-১২ ১৪:০৯:১৪

 বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে গত ১১ই ফেব্রুয়ারী দিনগত রাতে বাধুলী খালকুলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ওয়াহেদ শিকদার(৯২) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 গতকাল ১২ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা ঈদগাহ ময়দানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের উপস্থিতিতে জেলা পুলিশের হাউজ গার্ড দল মরদেহকে গার্ড অব অনার প্রদান করে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।

 এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া ও সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদার সহ মরহুমের সহযোদ্ধারা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

 পরে বাধুলী খালকুলা ঈদগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আব্দুল ওয়াহেদ শিকদার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ