ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে ইলিশ সংরক্ষণ অভিযানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-০২ ১৪:৩৫:২২
মা ইলিশ সংরক্ষণ অভিযানের বিষয়ে গতকাল ২রা অক্টোবর বিকালে দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের(১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত) বিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ২রা অক্টোবর বিকালে দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

  গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) রেজাউল শরীফের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও ক্ষেত্র সহকারী কৃষ্ণলাল দাস প্রমুখ বক্তব্য রাখেন। 

 

  বক্তাগণ ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানোসহ সরকারী নিষেধাজ্ঞা অমান্যের শাস্তির বিধান সম্পর্কে মৎস্যজীবীদেরকে সচেতন করেন। স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২শতাধিক মৎস্যজীবী সভায় উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ