ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০২-১৪ ১৪:২৭:৩৩

রাজবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট, পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অফিসের আয়োজনে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়াল, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক(সমন্ময়) মোঃ উসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জাইম-উল-ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, আলী শেখ, ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। সমাবেশে জেলার প্রায় ২শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। 

 অনুষ্ঠানের সভাপতি রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসার বক্তব্যে বলেন, বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা পাট চাষে প্রথম স্থান অধিকার করে রয়েছে। আপনাদের হাত ধরেই ফরিদপুর, রাজবাড়ীতে দিন দিন পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। আগামীতেও যেন পাট চাষের মধ্য দিয়ে আমাদের সোনালী অতীত ফিরে আসে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই জানেন বর্তমান সরকার আমাদের দেশের প্রতিটি চাষযোগ্য জমির এক ইঞ্চিও যেন ফাকা না থাকে সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। 

রাজবাড়ীতে ৩১জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
রাজবাড়ীতে মাছরাঙা টিভি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 ঢাকায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ