ঢাকা সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
মেদিনীপুরের উদ্দেশ্যে ২২৫৬ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে গেল ওরশ স্পেশাল ট্রেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-১৪ ১৪:৪৫:১৭

 ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাত ১০টা ২মিনিটে রাজবাড়ী রেলস্টেশন থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে ২৪টি বগিতে ২হাজার ২৫৬ জন ওরশ যাত্রী নিয়ে স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 রাজবাড়ী স্টেশনে ট্রেন যাত্রীদের বিদায় জানান, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম প্রধানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ওরশ ট্রেন ছেড়ে যাওয়ার আগে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাজাহান। 

 এদিকে ২৪টি কোচের বিশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে প্রায় সারাদিন অবস্থান করে। আয়োজকদের পক্ষ থেকে সাজানো হয় ইঞ্জিনসহ ট্রেনটির সকল বগি। ট্রেনটি দেখতে এবং যাত্রীদের বিদায় জানাতে দূরদূরান্ত থেকে ২০ থেকে ২৫ হাজার ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে। দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন এলাকায় আসে। এরপর ট্রেনটি সাজানো হয়। এরপর বিকেলে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের ২নং প্লাটফর্মে আনা হয়। ট্রেনটিকে দেখতে বিকেল থেকেই রাজবাড়ী রেলস্টেশন এলাকায় মানুষ ভিড় করতে থাকে। কেউ কেউ তার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনকে উঠয়ে দিতে আসে। 

 জানা গেছে, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের  সামশুল কাদের  হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম ‘মওলাপাক’ এঁর ১২৩ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ আগামী ১৭ই ফেব্রুয়ারী দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদ্যাপিত হবে।

 উক্ত পবিত্র ওরশ শরীফ পরিচালনা করবেন রাসুলে পাক(সাঃ) এঁর ৩৬তম ও বড় পীর গাউস-উল-আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এঁর ২৩তম অধস্তন আওলাদ পাক জিল্লেইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও  কেবলা কাদেরীয়া তরীকার ‘সাজ্জাদানশীন হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ ইয়া’সুব আলী আল কাদেরী’ আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিল্লুহুল আলী।

 রাজবাড়ীর আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরীয়া বাংলাদেশের উদ্যোগে ২৪টি বগি সম্বলিত মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেনে ১৩১৮ জন পুরুষ, ৮৫৩ জন নারী, ৮৫ জন শিশু(বালক-৫৫ বালিকা-৩০) জনসহ মোট ২২৫৬ জন ওরশ যাত্রী নিয়ে রাত ১০টা ২মিনিটে ট্রেন লিডার আলহাজ্ব মোঃ মাহবুব-উল-আলম দুলালের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশন হতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগামী ১৭ তারিখ মেদিনীপুরের জোড়া মসজিদে ওরশ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শরীফ শেষে আগামী ১৯শে ফেব্রুয়ারী ওরশ স্পেশাল ট্রেনটি আবার রাজবাড়ী ফিরে আসবে।

 তিনি আরও বলেন, শত বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় এই ওরশ উৎসবকে নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক এই ট্রেনটি দুটি দেশের সেতু বন্ধন এবং সব ধর্মের প্রতি একে অপরের সমান শ্রদ্ধা জানিয়ে আসছে।

 শহরের সজ্জনকান্দা এলাকার আলাউদ্দিন শেখ নামের এক যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, মেদিনীপুরে পবিত্র ওরশ শরীফে যোগ দিতে আজ স্পেশাল ট্রেনে যাচ্ছি। প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি কিন্তু লটারিতে টিকতে পারিনা, এবার লটারিতে টিকে গেছি। স্পেশাল ট্রেনে মেদিনীপুর যেতে খুব ভালো লাগছে।

 ট্রেন দেখতে আসা সৌরভ, সুজন, মিঠুন, নাজিম, শুভ, হেলাল, আতিয়ারসহ একাধিক দর্শনার্থী বলেন, প্রতি বছরই আমরা স্পেশাল ট্রেনকে দেখতে আসি। ভারত-বাংলাদেশ যৌথ ভাবে এই ট্রেন পরিচালনা করে থাকে। ওরশে তো যেতে পারলাম না। তাই ট্রেনটিকে দেখতে এসেছি। আমাদের অনেক আত্মীয় স্বজনরা যাচ্ছে তাদের তুলে দিলাম ও দোয়া নিলাম। এতো বড় বগি সম্বলিত ট্রেন আমরা আগে কখনো দেখিনি।

 রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমনাথ বসু জানান, বুধবার দুপুর ২ টা ৩৫ মিনিটের দিকে রাজবাড়ী রেলস্টেশনে ট্রেনটি আসে। সারাদিন ট্রেনটি সাজানোর পর রাত ১০টা ২মিনিটে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে দর্শনা পর্যন্ত জিআরপি পুলিশ টিম স্পেশাল গার্ডে নিয়োজিত থাকবে।

 উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকার যৌথ ভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনা অতিমারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেন যায়নি। ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদে নানা আনুষ্ঠানিকতা পালন করা হবে।

 

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ১৯জন নেতাকর্মী কারাগারে
সর্বশেষ সংবাদ