ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
পাংশায় ৩দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৪-১৩ ১৫:৫৯:৪২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অডিটোরিয়ামের হিজিবিজি চর্চা কেন্দ্রে গতকাল ১৩ই এপ্রিল বিকালে পাংশীয়ানা (উদ্যোক্তাদের শৈল্পিক কার্যক্রম) নামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ৩দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা বৈশাখ ১৪৩২ পর্ব উদ্বোধন করা হয়েছে। 
 অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। 
 এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশীয়ানা’র প্রধান সমন্বয়ক পাভেল রিয়াজ, খান হাসানুজ্জামান ভাষণ, সুমাইয়া আজিজ, ফারজানা আক্তার প্রিয়া, সুমাইয়া ইসলাম, লুবনা পারভীন রোকসানা, শারমীন আক্তার, শিখা খাতুন শোভা প্রমূখ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টল পরিদর্শন এবং হিজিবিজি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। তিনি কার্যক্রম বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্শেনা প্রদান করেন।
 জানা যায়, বছরে ৩বার এ মেলার আয়োজন করা হয়। এবারে পাংশা বাজার, শোভা, রিয়েল ফুড হাউজ ও মিঠে মুখ নামে স্টল দিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ।

 

বানীবহ ইউপি চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পাংশায় ৩দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা উদ্বোধন
মাদারীপুর থেকে বালিয়াকান্দির মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
সর্বশেষ সংবাদ