ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
মাদারীপুর থেকে বালিয়াকান্দির মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৩ ১৫:৪৯:৪৪

মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আনোয়ার হোসেন (৩৫)কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 গতকাল ১৩ই এপ্রিল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
 গ্রেপ্তার হওয়া মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জোতপাড়া গ্রামের মোঃ জিন্নাহ শেখের ছেলে।
 জানা গেছে, গত ২০২৪ সালের ৭ই ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির ব্যবহিত পালসার মোটর সাইকেল মোঃ আনোয়ার হোসেন ও মোঃ নাজমুল চুরি করে। এ ঘটনায় চলতি বছরের ২রা ফেব্রুয়ারী মোহাম্মদ আলী থানায় মামলা দায়ের করেন। 
 মামলাটি রুজু হওয়ার পর পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৫) এর বর্তমান অবস্থান শনাক্ত করে বালিয়াকান্দি থানার একটি টিম অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 
 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী একজন মোটর সাইকেল চোর চক্র দলের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্নস্থান থেকে মোটর সাইকেল চুরি করে থাকে। চুরি করাই তার পেশা। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালছে।

 

বানীবহ ইউপি চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পাংশায় ৩দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা উদ্বোধন
মাদারীপুর থেকে বালিয়াকান্দির মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
সর্বশেষ সংবাদ