ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশা উপজেলার শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-১৫ ১৪:১২:২৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই ফেব্রুয়ারী শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

 জানা যায়, গতকাল বৃহস্পতিবার এসএসসিতে বাংলা প্রথমপত্র এবং দাখিলে আল কোরআন ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 এসএসসি ৩২২-পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে(মূল কেন্দ্র) ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ৬৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৬০২-পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে(ভেন্যু কাজী আব্দুল মাজেদ একাডেমী) ৬২০জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (মূল কেন্দ্র) ও মাছপাড়া মহাবিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ১হাজার ১৪১জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 এসএসসি কারিগরিতে(আইডিয়াল গার্লস কলেজ ভেন্যু) ৫৪৩জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 দাখিলে পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন এবং শাহজুই কামিল মাদরাসা কেন্দ্রে ২৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করেন।

 উল্লেখ্য, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ বছর এসএসসি পরীক্ষায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্রে শিক্ষকদের দায়িত্বে বিশেষ কৌশল অবলম্বন করেন। পরীক্ষা কেন্দ্রের আওতাধীন বিদ্যালয়ের শিক্ষকদের তিনি ভিন্ন কেন্দ্রে দায়িত্ব প্রদান করেছেন। কেন্দ্রে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কৌশলী উদ্যোগকে স্থানীয় সচেতন মহলের লোকজন প্রশংসা করছেন।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ