ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
পদ্মা নদীতে থাকা অবৈধ বাশের বাঁধ অপসারণ॥কারেন্ট জাল-পুড়িয়ে ধ্বংস
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০২-১৭ ১৪:২২:৫১

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল ১৭ই ফেব্রুয়ারী সদর উপজেলার অন্তর মোড় এলাকায় পদ্মা নদীতে আড়াআড়ি দেয়া প্রায় ৩০০ মিটার অবৈধ বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। 

 গতকাল শনিবার সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাশের বেড়া কেটে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫লক্ষাধিক টাকা। 

 মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ  সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নদীতে অবৈধ বাশের বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। 

 অভিযান কালে রাজবাড়ী জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তফা আল রাজীব ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 এ সময় গোয়ালন্দ নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন। 

 অপরদিকে গতকাল ১৭ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারের মাছ ব্যবসায়ী সনাতন হালদারকে জাটকা মাছ বিক্রির অপরাধে ৪হাজার টাকা জরিমানা করা হয়। 

 এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বাবু।

 

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ