রাজবাড়ী জেলার পাংশায় গত শুক্রবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক দু’টি মামলার ৭জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে এস.আই হুমায়ুন রেজাসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে পাট্টা ইউপির পাট্টা গ্রামের উজির আলী খাঁ(৪৫), একই গ্রামের নান্নু সরদার(৩০), গুধিবাড়ী গ্রামের কামাল বিশ্বাস(৩৮), মাগুড়াডাঙ্গী গ্রামের আব্দুর রাজ্জাক রাজা(৩৮), সত্যজিৎপুর গ্রামের পলাশ পাল(২৮) ও রাসেল শিকদার(২৫), এছাড়া এস.আই কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে চরঝিকড়ী পশ্চিম পাড়া গ্রামের আকমল মোল্লা (৩৫)কে গ্রেফতার করেছে।
পাংশা থানা পুলিশ জানায়, উজির খাঁ, নান্নু সরদার, কামাল বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, পলাশ পাল ও রাসেল শিকদার পাংশার ব্যবসায়ী ইদ্রীস আলী মন্ডল কর্তৃক দায়েরকৃত ভেকু মেশিন পুড়ানোসহ চাঁদাবাজী মামলার আসামী। মামলা নং-১, তাং-২/১০/২০২০, ধারাঃ ১৪৩/৪৪৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/৫০৬ দঃ বিঃ। ওই মামলায় এজাহারনামীয় ২৪জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন আসামী রয়েছে।
অপরদিকে আকমল মোল্লা বালু ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজীর মামলার এজাহারনামীয় আসামী। হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত বরকত খানের ছেলে স্বপন খান বাদী হয়ে আকমল মোল্লাসহ ৫জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-২, তাং-৩/১০/২০২০, ধারাঃ ৩৮৫/৩৮৬/৫০৬ দঃ বিঃ।