ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের দাফন সম্পন্ন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০২-১৮ ১৪:১১:১৫

 দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। 

 রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদে গতকাল ১৮ই ফেব্রুয়ারী বাদ মাগরিব জানাযা শেষে শহরের দক্ষিণ ভবানীপুর পৌর ১নং কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 বড় মসজিদে জানাযা নামাজ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মওলানা মোঃ শাহজাহান।

 এর আগে বিকাল পৌনে ৫টায় রাজবাড়ী শহরের কাজীকান্দায় তার মামা শ্বশুর নাসিম সফির বাড়িতে তার মরদেহ পৌঁছায়। সেখানে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 জানা গেছে, গতকাল রবিবার দুপুরে তর মরদেহ নগরকান্দায় পৈত্রিক বাড়িতে নেওয়া হয়। পরে বিকেলে সাড়ে ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহ আনা হলে তার দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এরপর ফরিদপুর প্রেসক্লাব ও ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ও সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জানাযা অনুষ্ঠিত হয়।

 জানা গেছে, সাংবাদিক লায়েকুজ্জামান গত ১৭ই ফেব্রুয়ারী শনিবার বিকালে নিজ কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 লায়েকুজ্জামান দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি দৈনিক মানবজমিন, দৈনিক সকালের খবর ও দৈনিক বাংলাবাজার পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পণ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি।

 লায়েকুজ্জামান ১৯৬৫ সালে ৩১শে ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক মোল্যা। লায়েকুজ্জামান প্রাথমিক ও মাধ্যমিকস্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন। তিন ভাই ও তিন বোনের সংসারে ভাইদের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করলেও কর্মজীবনে তিনি পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নেন। 

 লায়েকুজ্জামান রাজবাড়ীর বিসিকে অবস্থিত সপ্তগ্রাম সিল্ক সেন্টারে কো-অডিনেটর পদে চাকুরী সূত্রে তিনি ১৯৯৩ সালের দিকে রাজবাড়ীতে আসেন। এখানে চাকুরীতে থাকাবস্থায়ও তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালের ১৫ই জানুয়ারী রাজবাড়ী শহরের কাজীকান্দা নিবাসী স্কুল শিক্ষক মোঃ নাজির হোসেনের কন্যা এবং বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান নাসিম সফির ভাগ্নি লুৎফুন নাহার রুমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই কন্যা সন্তানের জনক লায়েকুজ্জামান গত ৯ই ফেব্রুয়ারী তার বড় কন্যা কম্পিউটার ইঞ্জিনিয়ার ঐশিকে বিয়ে দেন। ছোট কন্যা ঐক্য একাদশ শ্রেণির ছাত্রী।  

 সাংবাদিক লায়েকুজ্জামান জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সদস্য ছিলেন। তিনি ফরিদপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকার(এফজেএফডি) প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালীন দুই বাংলার ২৮ শীর্ষ ছাত্রনেতার সাক্ষাৎকার নিয়ে ‘অজানা ১৯৭১’ বইটির লেখক ছিলেন সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ