ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ভারতের মেদিনীপুরে ওরশ শেষে রাজবাড়ী ফিরলো স্পেশাল ট্রেন
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০২-১৯ ১৪:২৮:২৩

ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরশ শরীফে যাওয়া যাত্রীবাহী স্পেশাল ট্রেনটি গতকাল ১৯শে ফেব্রুয়ারী রাত ৯টা ১০মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ফিরে এসেছে।

 জানা গেছে, প্রতি বছরের মত এবারও স্পেশাল ট্রেনটি ২৪টি বগিতে ২হাজার ২৫৬জন যাত্রী নিয়ে গত ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে রওনা হয়। সেখানকার জোড়া মসজিদে ১২৩তম ওরশে যোগ দেয়ার জন্য দর্শনা রেলপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল ট্রেনটি। গত ১৭ই ফেব্রুয়ারী ওরশের বয়ানের পর ভোরে বিশেষ দোয়া শেষে ১৮ই ফেব্রুয়ারী রাতে ফের রওনা হয় মুসল্লীরা। 

 গতকাল ১৯শে ফেব্রুয়ারী দুপুরে স্পেশাল ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায়। কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে দর্শনা থেকে ছেড়ে এসে রাত ৯টা ১০মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে আসে স্পেশাল ট্রেনটি।

 রাজবাড়ীর স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ১৯০২ সাল থেকে দু’দেশের মধ্যে (ভারত-বাংলাদেশ) সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারতের মেদিনীপুর ওরশে যাতায়াত করে আসছে।

 জানা গেছে, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের  সামশুল কাদের  হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম ‘মওলাপাক’ এঁর ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ গত ১৭ই ফেব্রুয়ারী দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হয়।

 
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ