ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ী নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০২-২০ ১৫:১১:২০

 ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২০শে ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রতীশ চন্দ্র সেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মকবুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আলিফ নূর, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, রাজবাড়ী পৌরসভার মেয়রের প্রতিনিধি, মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, রাজবাড়ী ওজোপাডিকোর প্রতিনধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আকমল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোহাঃ দেলোয়ার হোসেন, বিসিক শিল্প নগরীর সহকারী মহা ব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা।

 সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছে। এছাড়াও বিভিন্ন অধিদপ্তর ও সরকারী প্রতিষ্ঠান এ ব্যাপারে কাজ করছে। ভোক্তাদের নিজেদেরও সচেতন হতে হবে।  স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ব্যাপারে সচেষ্ট হতে হবে। যতটা সম্ভব রং-রাসায়নিক যুক্ত, প্রক্রিয়াজাত খাবার পরিহার করতে হবে। খাদ্যের ভেজালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হোটেল-রেঁস্তোরা মালিকদের শুধু ব্যবসার কথা চিন্তা না করে জনগণের কথাও ভাবতে হবে। ভেজাল খাদ্য-পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে। ভেজাল খাদ্য-পণ্যের ব্যাপারে তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ