ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দে নানা আয়োজনে মহান শহীদ দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-২২ ১৪:৫৭:১০

গোয়ালন্দ উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। 

 গত ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ১২টা ১মিনিটের সময় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 এ সময় গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুব লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, কৃষক লীগ, গোয়ালন্দ পৌরসভা, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 গত ২১শে ফেব্রুয়ারী দিনব্যাপী গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 একই দিনের বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপত্বিতে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌরসভার কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালুসহ শিক্ষক, রাজনৈতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ