ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
মাতৃভাষা দিবসে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম/সুজন বিষ্ণু
  • ২০২৪-০২-২২ ১৫:২৪:৫৬

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২১শে ফেব্রুয়ারী রাজবাড়ী মেডিকেল সেন্টার ও হাসপাতালের ট্রমা এন্ড অর্থোপেডিক কেয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে রোগী দেখেন ঢাকার(নিটর) পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সঞ্জয় সিনহা। 

 জানা গেছে, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের ২৫২জন নারী ও পুরুষদের বিনামূল্যে রোগী দেখা এবং ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালস’র আয়োজনে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পের মিডিয়া পার্টনার ছিল রাজবাড়ীর বহুল প্রচারিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকা। 

 ডবগত ৩বছর ধরে রাজবাড়ী মেডিকেল সেন্টার ও হাসপাতালের ট্রমা এন্ড অর্থোপেডিক কেয়ারে ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারীতে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন ও বিনামূল্য ঔষধ বিতরণ করে আসছে। এই বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি রোগীরা। তবে বছরে একবার আয়োজন না করে মাঝে মাঝেই এমন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের দাবি তাদের।

 রামকান্তপুর থেকে আসা রোগী কোরবান মন্ডল বলেন, আমরা গরিব মানুষ ৬/৭ শত টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারি না। বেশ কিছু দিন মাজা ব্যাথায় ভুগতেছি। জানতে পেরেছি এখানে ফ্রী রোগী দেখবে। তাই আসছিলাম দেখাতে। এখান থেকে ডাক্তার দেখালাম আবার কিছু ঔষধও এখান থেকে দিছে কোন টাকা নেয় নাই। 

 অপর এক রোগীর স্বজন নাছিমা আক্তার বলেন, মাকে নিয়ে আসছিলাম ডাক্তার দেখাতে। আমি নিজেও দেখালাম। আমাদের দুজনকে বিনামূল্যে দেখেছেন ডাক্তার এবং ঔষধও দিয়েছেন। ডাক্তারের ব্যবহারও অনেক ভালো। তবে মাঝে মাঝে এমন সেবা পেলে সবার জন্য উপকার হয়। অনেকে টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না।

 চর বাগমারা থেকে আসা রোগীর মোঃ খোকন সরদার বলেন, আমার পায়ে ব্যাথায় চলাচল করতে পারি না। হাঁটার লাঠি দিয়ে চলাচল করতে হয়। স্ত্রীকে সাথে নিয়ে আসছি। আমি এই ডাক্তারকে অনেক আগেও দেখাইছি ভালো উপকার পেয়েছি। আজ ডাক্তার  বিনামূল্যে  দেখলো এবং বেশ কিছু ঔষধও দিয়েছে।

 চিকিৎসক ডাঃ সঞ্জয় সিনহা বলেন, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমি যেহেতু এই রাজবাড়ীতে বড় হয়েছি তাই এখানের মানুষের প্রতি আমার সামাজিক দায়বদ্ধতা আছে এবং থাকবে। ডাক্তারী একটা মহৎ পেশা, আমি চাই যে গরিব মানুষের পাশে থাকবো। যতটুকু সম্ভব সহযোগিতা করবো। আমার বাবার ইচ্ছা আমি সবসময় যেনো অসহায় মানুষের পাশে থাকি। এই ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে গত ৩বছর যাবত আমি ফ্রী সেবা দিয়ে আসছি। এছাড়া এই মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার ও শুক্রবার অনেক গরিব রোগীকে ফ্রী সেবা দিয়ে থাকি। ঢাকা নিটর পঙ্গু হাসপাতালে গিয়ে অনেকে যোগাযোগ করে তাদের যতটুকু পারি সাহায্য করি। আজ ২৫২জন রোগীর সেবা সহ ঔষধ দিয়েছি বিনা মূল্যে। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি যেনো আপনাদের পাশে থাকতে পারি। 

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ