ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-২২ ১৫:২৬:৩০

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গত ২১শে ফেব্রুয়ারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে।

 দিবসের প্রথম প্রহরে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

 এরপর পর্যায়ক্রমে রাজবাড়ী জেলা পরিষদ, পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী কলেজ, পাংশা উপজেলা আওয়ামী লীগ, পাংশা পৌরসভা, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা অধিদপ্তর, কৃষি ফার্ম, বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বে^চ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

 পরবর্তীতে শহীদ মিনার বেদীতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমূখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ