ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে কামরুল ইসলাম কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-২৫ ১৬:৪২:৫৫

 ‘সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন, একটি ফুটবল, একটি পৃথিবী’-এ স্লোগানে রেখে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকালে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এক প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।   

 জানা গেছে, এ প্রীতি ম্যাচে অংশ নেন মমিনখার হাট বন্ধু একাদশ, ফরিদপুর বনাম গোয়ালন্দ ফুটবল একাডেমী। প্রীতি ম্যাচে বন্ধু একাদশ, ফরিদপুর ৩-০ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমীকে পরাজিত করে জয়ী হয়।

 এ সময় খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সহকারী কোচ আরিফ হোসেন নারু প্রমুখ উপস্থিত ছিলেন।   

 প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা প্রতিটি শিশুর অতীব জরুরী। খেলাধুলা করলে শরীর ও মন সবসময়ই ভালো থাকে। খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষে এমন আয়োজন করা হয়েছে। প্রতিদিনের অনুশীলনের পাশাপাশি মাঝে মধ্যে এমন প্রীতি ম্যাচ খেললে শিশুদের খেলার উন্নতি সম্ভব। এজন্য অনুশীলনের পাশাপাশি প্রত্যেক দলকে ম্যাচ খেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ