ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
গোয়ালন্দে ইয়াং টাইগার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণি মন্ডল স্মৃতি সংসদ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-২৬ ১৪:৪৩:১৬

গোয়ালন্দ উপজেলাতে ইয়াং টাইগার্স ক্লাবের আয়োজনে গতকাল ২৬শে ফেব্রুয়ারী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াং টাইগার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, এ টুর্নামেন্টটি গত ২০২৩ সালের ৮ই ফেব্রুয়ারী ১৬ দলের অংশ গ্রহণে উদ্বোধন করা হয়।

 ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ বনাম গণি মন্ডল স্মৃতি সংসদ একে অপরের মোকাবেলা করে। এতে গণি মন্ডল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 জানা গেছে, ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ টসে জয়ী হয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে গণি মন্ডল স্মৃতি সংসদ ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নেমে মাইনদ্দিন মন্ডল স্মৃতি ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩০ রান করতে সক্ষম হয়। গণি মন্ডল স্মৃতি সংসদ ১৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, পৌর কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জোনা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিটন সরদার বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্র লীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মোল্লাসহ আয়োজক কমিটির অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

 চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যার বিচারের দাবীতে বালিয়াকান্দিতে বিক্ষোভ ও সমাবেশ
গোয়ালন্দে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখলো নারীরা
বালিয়াকান্দি ও কালুখালীতে পেঁয়াজ সংরক্ষণে তৈরি মডেল ঘরে সুফল পাচ্ছেন কৃষকেরা
সর্বশেষ সংবাদ