রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ২জন ভাড়াটে খুনীকে গ্রেফতার করেছে। এ সময় ২টি ওয়ান শুটার গান, ৬টি ককটেল ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী দুপুর সাড়ে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম।
জানা গেছে, গত ২৫শে ফেব্রুয়ারী দিনগত রাতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পাংশা উপজেলার কুঠিমালিয়াট পশ্চিমপাড়া গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলের মোঃ কাফিল উদ্দিন ওরফে কইফে(২৭) ও কুঠিমালিয়াট মধ্য পাড়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন(২২)।
প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম জানান, গত ৮ই ফেব্রুয়ারী পাংশা থানা এলাকায় গৃহবধু রোজিনা শ্বাসরোধ করে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই রোজিনা হত্যাকান্ডের তদন্ত করতে গিয়ে আমরা কিছু বিস্ময়কর তথ্য পাই। এরপর রোজিনা হত্যাকান্ডের সাথে জড়িত শিহাব নামের এক আসামীকে আমরা গ্রেফতার করি। শিহাবকে জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। আমরা জানতে পারি, পাংশা থানা এলাকার কিছু দাগি সন্ত্রাসী ভারতে অবস্থান করছে। তারা সেইখান থেকে পরিকল্পনা ও দিক নির্দেশনা দিয়ে পাংশা থানার বিভিন্ন এলাকায় কন্ট্রাক্ট কিলিং বা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই মূলত এই রোজিনা হত্যাকান্ড ও তার পরবর্তী আরও কিছু পরিকল্পনা জানতে পারি। পরে আমরা অভিযান চালিয়ে কাফিল উদ্দিন কইফে নামের একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে তার কাছ থেকে জানতে পারি, পাংশায় একটি গ্রুপ তৈরি করা হয়েছে যারা টাকার বিনিময়ে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। পরবর্তী পরিকল্পনায় তাদের টার্গেট ছিলো আলাল নামের এক ব্যক্তিকে তারা হত্যা করবে।
জানা গেছে, আলাল ইতোপূর্বে কইফের অস্ত্র মামলার সাক্ষী ছিলো। এছাড়াও তাদের পরিকল্পনায় ছিলো মনিরুল নামের একজনকে তারা হত্যা করবে। যার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো ওয়াজেদের সাথে। এই ওয়াজেদ টাকার বিনিময়ে হত্যা করার জন্য তাদের ঠিক করে। এই ঘটনা গুলো সংঘটিত হওয়ার আগেই আমরা কইফে ও শাওন নামের ২জনকে গ্রেফতার করি। এ সময় তুষার বিশ্বাস নামের একজন পালিয়ে যায়।
গত ৯ই ফেব্রুয়ারী সকালে রাতে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী মোছাঃ রোজিনা আক্তার ওরফে আরজিনা(২৮) লাশ বাড়ীর পাশের বাশ বাগান থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়।
এ ঘটনায় নিহত গৃহবধুর পিতা আবজাল হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় অজ্ঞাতনামা আসামী বিরুদ্ধে মামলা দায়ের করলে এ হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছে।
প্রেস ব্রিফিংকালে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত দুই আসামী মূলত ভাড়াটে খুনী। তাদের গ্রুপে একাধিক সদস্য রয়েছে। গ্রেফতারকৃত ভাড়াটে ২জন আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।