ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
কালুখালীতে জাতীয় পরিসংখ্যান দিবসে র‌্যালী ও আলোচনা সভা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২৪-০২-২৭ ১৪:২৮:৩৬

 ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্য সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। 

 র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। 

 এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল ও কালুখালী থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এস.আই সুবোধ প্রমুখ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, শিক্ষা অফিসার অঞ্জলি রানী প্রামানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুতপা কর্মকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ