ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে বিক্রেতাসহ ৪জন গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-২৭ ১৪:২৯:৩৫

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৬ ও ২৭শে ফেব্রুয়ারী দু’দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা হাসান মন্ডল(২৪) ও সাগর মাহমুদ ওরফে রাব্বি(১৯) এবং ২শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা কামাল শেখ (৫৫)কে গ্রেফতার করেছে। 

 এছাড়া মুন্সী গালিব আল হাবিব(২৫) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 ধৃত হাসান মন্ডল মৌরাট ইউপির মোঃ তিলাম মন্ডলের ছেলে, সাগর মাহমুদ অরফে রাব্বি একই গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে এবং কামাল শেখ কুষ্টিয়ার লাহিনী বটতৈল গ্রামের মৃত রহমান শেখের ছেলে। পাংশার মৌরাট ইউপির হরিণাডাঙ্গা গ্রামে কামাল শেখের শ্বশুর বাড়ী। শ্বশুর বাড়ী থেকে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রয়ের সাথে জড়িত সে। এছাড়া মুন্সী গালিব কুড়াপাড়া গ্রামের মৃত মুন্সী আকবর আলীর ছেলে।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মিনহাজ উদ্দিন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) ও এএসআই মোঃ রিপন খানসহ সঙ্গীয় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হাসান মন্ডল ও সাগর মাহমুদ অরফে রাব্বি এবং ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক বিক্রেতা কামাল শেখের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 গ্রেফতারকৃত ৪আসামীকে গতকাল ২৭শে ফেব্রুয়ারী দুপুরে পাংশা মডেল থানা থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক কারবারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত আছে। মাদক কারবারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য প্রদানের আহবান জানান তিনি।

 

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ