ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
রাজবাড়ীর শাপলা কিন্ডার গার্টেন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-২৮ ১৫:৩৭:১৫

 রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গায় অবস্থিত শাপলা কিন্ডার গার্টেন স্কুলে গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও  তথ্য সম্প্রচার মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
 অনুষ্ঠান সভাপতিত্ব করেন শাপলা কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী।
 শাপলা কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক হালিমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক প্রিন্সিপ্যাল মোঃ কুদরত আলী ও রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, খেলাধুলা করলে মন ভালো থাকে। মেধার বিকাশ ঘটে। তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে। স্মার্ট ফোনের প্রতি আসক্তি না হয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করবে। আধুনিক যুগে তোমাদের স্মার্ট ফোন দরকার হবে, কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত।

 

ইলিশ সম্পদ রক্ষায় রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা
রাজবাড়ীতে জেলা পর্যায়ে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড বিজয়ীদের পুরস্কার বিতরণ
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও কিশোর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতা সভা
সর্বশেষ সংবাদ