পাংশা উপজেলার ভাগবিষ্ণুপুর এলাকায় পাংশা মডেল থানা পুলিশ গতকাল ২৯শে ফেব্রুয়ারী অভিযান চালিয়ে ১টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলো পাংশার ফলিমারা গ্রামের মোঃ আরব আলী সরদারের ছেলে মোঃ খাজা সরদার(৩৮), মৃত মজিবর মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল(৩৮) ও ভাগবিষ্ণুপুর গ্রামের মৃত জুরান প্রামানিকের ছেলে মোঃ রেজাউল ইসলাম ওরফে কটা (৪৫)।
পাংশা থানা সূত্রে জানা গেছে, থানা পুলিশের এস.আই তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশার ভাগবিষ্ণুপুর এলাকার মোঃ রেজাউল ইসলাম ওরফে কটা’র বসত বাড়ির দো-চালা টিনের গোয়াল ঘর হতে ১টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।