রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল ২রা মার্চ সকালে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়।
জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টায় পাংশা উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান ও পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী (নতুন ভোটার) মহিউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আকতার বানু।
বক্তারা “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।