ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়ার বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী(রাঃ) -এর বংশধর, হযরত হযরত সৈয়দ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী(রাঃ) এর আগমন উপলক্ষে গতকাল ২রা মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে লাখো মানুষের ঢল নামে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পীরের বহনকারী হেলিকপ্টার দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় সেখান থেকে ভক্তদের দুই শতাধিক মোটর সাইকেল বহর পীর সাহেবকে শোভাযাত্রা সহকারে দৌলতদিয়া খানকা শরীফে নিয়ে আসে।
হেলিপ্যাডে অবতরনের পর হেলিপ্যাডে হুজুর পাক ও ইরাক থেকে আগত বাগদাদ বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী(রাঃ) এর মাজারের মুয়াল্লিম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)কে ফুলেল অভ্যর্থনা জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সরেজমিন ঘুরে জানা গেছে, গত ১লা মার্চ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুরিদান দৌলতদিয়া এসে রাত্রি যাপন করে। পীর আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরীয়া খানকা শরীফ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ হুজুর পাকের জন্য অপেক্ষা করেন।
খানকা শরীফে পৌছানোর পর পীর সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানান, রাজবাড়ী জেলা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খোকন ও গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এ সময় দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোঃ মোক্তার হোসেন ব্যাপারী, সহ-সভাপতি আঃ হাই মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মোঃ ফজলুল হক ও সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরীয়া খানকা শরীফে আগত ভক্তবৃন্দের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ইরাকের বাগদাদ থেকে আগত বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী(রাঃ) এর মাজারের মুয়াল্লিম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী(রাঃ)।
মোনাজাত শেষে তিনি রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার খানকা শরীফ বড় মসজিদের উদ্দেশ্যে রওনা দেন।