ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে টাইগার ক্লাবের উদ্যোগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০৩-০৩ ১৪:৪০:৫৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় টাইগার ক্লাবের উদ্যোগে গতকাল ৩রা মার্চ বিকালে চর বালিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।

 এ ক্রিকেট টুর্নামেন্টর উপজেলার ১২টি ক্রিকেট দল খেলায় অংশগ্রহণ করেছে। 

 গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ নিজাম উদ্দিন শেখ এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আনিসুর রহমান মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বক্তব্য রাখেন। 

 এ সময় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ সাবেক ছাত্র লীগ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোবারক হোসেন মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অজয় বিশ্বাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ছোটভাকলা ইউপি সদস্য আকলিমা আক্তার মমো, ছোটভাকলা ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি রাকিব হোসেন ও দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ আদর শাকিল উপস্থিত ছিলেন। 

 উদ্বোধন অনুষ্ঠানে টাইগার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ নাহিদুল ইসলাম বলেন, যুব সমাজকে নেশা ও মাদক মুক্ত রাখার লক্ষ্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

 উদ্বোধনীতে আম্পিয়ার রিমন বিশ্বাসের পরিচালনায় মরহুম আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি সংসদ ও ইয়াং রেঞ্জার্স ক্রিকেট দল অংশগ্রহণ করে।

 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ