ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি নাজিরুল-সম্পাদক রাশেদুল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৩-০৩ ১৪:৪২:২৯

রাজবাড়ী ট্যাক্সেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন গত ২রা মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

 নির্বাচনে সভাপতি পদে এডঃ শেখ মুহাম্মদ নাজিরুল ইসলাম(নাজির) এবং সাধারণ সম্পাদক পদে আয়কর আইনজীবী(আইটিপি) মোঃ রাশেদুল হাসান খান নির্বাচিত হয়েছে।

 জানা গেছে, ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে এডঃ শেখ মুহাম্মদ নাজিরুল ইসলাম (নাজির) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী আয়কর আইনজীবী(আইটিপি) মোঃ ইউসুফ খান পেয়েছেন ২০ ভোট।

 সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী (আইটিপি) মোঃ রাশেদুল হাসান খান।তার একমাত্র প্রতিদ্বন্দী এডঃ মোঃ নজরুল ইসলাম লাভলু পেয়েছেন ১৭ ভোট।

 এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ শওকত সরদার ও এডঃ আরিফ উদ্দিন খান দিপু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রব খোকন ও সঞ্জয় কুমার মজুমদার এবং কোষাধ্যক্ষ পদে আয়কর আইনজীবী(আইটিপি) মোঃ ফারুক হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।

 প্রধান নির্বাচন কমিশনার এডঃ মোঃ আজিজুল ইসলাম টিটু খান জানান, এবারের নির্বাচনে মোট ৪৮জন ভোটারের মধ্যে ৪৪জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ