ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে দৈনিক সময়ের আলোর ৫ম বর্ষপূর্তি পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-০৩ ১৪:৫০:৫৫

 রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

 গতকাল ৩ই মার্চ সন্ধ্যায় শহরের পান্না চত্ত্বরে সমবায় ব্যাংক ভবনের নিচতলায় দৈনিক মাতৃকণ্ঠ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বক্তব্য রাখেন।

 সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু অন্যান্যের মধ্যে জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, এনজিও রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম ও দৈনিক সময়ের আলোর পাংশা প্রতিনিধি সেলিম মাহমুদ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি শিহাবুর রহমান।

 রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সঞ্চালনায় এসময় দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মীর সৌরভ, আনন্দ টিভির সাবেক জেলা প্রতিনিধি কামরুল মিঠু, রাজবাড়ীর সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল হালিম বিশ্বাস, চিত্র শিল্পী মোহাম্মদ গোলাম আলী, যুবলীগ নেতা দেবব্রত দে বাদলসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলমগীর শেখ তিতু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের সততার সাথে কাজ করতে হবে। এ পেশাই একমাত্র পেশা যারা চোখে আঙুল দিয়ে সমাজের অবক্ষয়গুলো তুলে ধরে। সময়ের আলো অল্প সময়েই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আশা করবো আগামীতে সময়ের আলো এ ধারাবাহিকতা ধরে রাখবে। 

 পরে কেক কেটে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ