রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৪ গতকাল ৪ঠা মার্চ সকালে অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান ও সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক শোভা হোসেন ও মোঃ কাশেদ আলী।
অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সদস্য মোঃ বাহারাম হোসেন, আবুল হাসনাত, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।