ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে পাংশার বাগদুলী বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-০৫ ১৪:১৭:১৯

মেয়াদ উত্তীর্ণ পণ্য ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে গতকাল ৫ই মার্চ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলী বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 প্রতিষ্ঠান ৩টি হলো- মাসুদ রানা স্টোর, জয়গুরু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স অঞ্জলী ফার্মেসী।

 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন হাট ও বাজারে আমাদের নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ই মার্চ পাংশা উপজেলার বাগদুলী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মাসুদ রানা স্টোরকে ৭হাজার টাকা, একই অপরাধে মেসার্স অঞ্জলী ফার্মেসীকে ৩হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে জয়গুরু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 

 
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ