গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকত স্বরূপ সদ্য সমাপ্ত পুলিশ সপ্তাহ-২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদক-সেবায় ভূষিত হওয়ায় রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম-সেবা’কে গতকাল ৬ই মার্চ দুপুরে তার কার্যালয়ে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ ও সাধারণ সম্পাদক শিহাবুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণ ফুলেল শুভেচ্ছা জানান।