ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আইজিপির বিভিন্ন দিক নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্তে রাজবাড়ী জেলা পুলিশের সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-০৬ ১৪:১৬:৪৬

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি)কর্তৃক প্রদত্ত বিভিন্ন দিক নির্দেশনা সকল পুলিশ সদস্যদের অবহিত করার লক্ষ্যে গত ৫ই মার্চ রাজবাড়ীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

 সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা)।

 সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম প্রধান, পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান, ডিআইও-১ বিপ্লব কুমার দত্ত চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সভায় পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপি কর্তৃক প্রদত্ত দিকনির্দেশনা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, পুলিশ সদস্য কোন প্রকার মাদকের সাথে জড়িয়ে না পড়া, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা, নিয়মিত পর্যায়ক্রমে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও তদন্ত প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে সাইবার সিকিউরিটি সেল শক্তিশালী করা, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় পুলিশের নিবীড় অংশগ্রহণের মাধ্যমে সাজার হার বৃদ্ধিতে দায়িত্বশীলতার সাথে সকল পুলিশ সদস্যদের একযোগে কাজ করা, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম বেগবান ও কার্যকরী করাসহ জনগনকে পুলিশী সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সেবার মানসিকতা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা বলেন, আইজিপি মহোদয়ের সকল নির্দেশনা অবশ্যই প্রতিপালন ও বাস্তবায়ন করতে হবে। বিধায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও নিয়মিত পুলিশিং সেবা প্রদানের ক্ষেত্রে রাজবাড়ী জেলাকে গ্রহণযোগ্য মানদন্ডে উন্নতি করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ