আজ ৬ই অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী দিবস। দেশে সরকারী উদ্যোগে প্রথম বারের মতো দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এক আলোচনা সভার আয়োজন করেছে।
ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সেরিব্রাল পালসি প্রতিবন্ধীতা বিষয়ে প্রবন্ধ পাঠ ও তথ্য চিত্র প্রদর্শিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আমিও আছি, আমার কথা আমি বলবো’। দিবসটি উদযাপনে উন্নয়ন সহযোগী হিসেবে থাকছে ‘পার্সনস উইথ সেরিব্রাল পালসি ফাউন্ডেশন (পিসিপিএফ) নামক একটি এনজিও। গতকাল ৫ই অক্টোবর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারী হিসেবে দেশে সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তির সংখা ৯০ হাজার ৪৪৩ জন। তারা নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মাধ্যমে প্রতি মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। এ ভাতার পাশাপাশি তাদের পুনর্বাসন ও থেরাপী সেবা কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া সরকার সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমেও ভাতা প্রদানসহ বিভিন্ন ধরনের থেরাপী সেবা দিয়ে এ ধরনের প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনার জন্য কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবন-মানের উন্নয়নে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ নামে ২টি আইন প্রণয়ন করেছে। অটিজম ও স্নায়ুর বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের তত্ত্বাবধানে প্রণীত ঘধঃরড়হধষ ঝঃৎধঃবমরপ চষধহ ও ট্রাস্ট আইন-২০১৩ অনুযায়ী নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট হাসপাতালসমূহে ওয়ান স্টপ স্বাস্থ্য সেবা, অসচ্ছল এনডিডি ব্যক্তিদের আর্থিক চিকিৎসা অনুদান প্রদান, মাতা-পিতা ও অভিভাবকদের প্রশিক্ষণ প্রদান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডিউল অনুযায়ী কেয়ার গিভার স্কিল ট্রেনিং (ঈঝঞ) প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।