ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-১০-০৫ ১৫:১৫:০০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি, ফরিদপুর জেলা শাখার আয়োজনে গতকাল ৫ই অক্টোবর দুপুরে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  সংগঠনের সভাপতি ইসরাফিল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ শামসুল হক ভোলা মাস্টার, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, অন্যান্যর মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার কান্তি সাহা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ শিক্ষকদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরাসহ আন্তরিকতার সাথে ভালোভাবে শিক্ষাদানের জন্য সকল শিক্ষকের প্রতি আহ্বান জানান। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ