ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
কুয়াকাটায় “শেখ হাসিনা-উন্নয়ন : গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-০৮ ১৪:২৩:০৩

পটুয়াখালী জেলার সাগর কন্যা কুয়াকাটায় গতকাল ৮ই মার্চ শেখ হাসিনা-উন্নয়ন ঃ গণমাধ্যম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটি ও কোস্টাল জার্নালিস্ট ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

 সভায় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটির সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটির সদস্য সচিব কিশোর কুমার সরকার, দৈনিক আনন্দ বাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপ্ন ব্যানার্জি, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরমের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি সহিদুল ইসলাম রানা প্রমুখ।

 সভায় বক্তারা শেখ হাসিনা সরকারের আমলের উন্নয়ন চিত্র তুলে ধরেন।

 এ সময় ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

গ্রাহক সেবার মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ডেসকোর মতবিনিময়
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
 এডিবির ৫ দিনব্যাপী প্রশিক্ষণে সরকারী বেসরকারী ৩০জন প্রতিনিধির অংশগ্রহণ
সর্বশেষ সংবাদ