শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে গতকাল ৯ই মার্চ উপনির্বাচনে পাঞ্জাবি প্রতীকে ১হাজার ৪২৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রাশেদুল।
তার প্রতিদ্বন্দ্বী মোঃ কোরবান আলী চৌধুরী ডালিম প্রতীকে ৫৯৬ ভোট পেয়েছেন। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী কেএম শহিদুজ্জামান সুমন উটপাখি প্রতীকে মাত্র ৯৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে ৩হাজার ৬১০জন ভোটারের মধ্যে কাস্টিং ভোটের পরিমাণ ২হাজার ১১৭। পাংশা পৌরসভা কার্যালয়ে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রিজাইডিং অফিসার ডাঃ মোঃ মোত্তালেব আলী তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডলের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হয়। বাদশা মন্ডল ৬নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পিতার পাঞ্জাবি প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচিত হলেন রাশেদুল।
নবনির্বাচিত কাউন্সিলর রাশেদুল দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।