ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এমপি’র অসন্তোষ॥জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহবান
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৩-১০ ১৫:৩৯:৩৯

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। 

 সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন-অর-রশিদ, মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আকমল হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ এমরান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু ও প্রবীণ আইনজীবী এডঃ দেবাহুতী চক্রবর্তী বক্তব্য রাখেন।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটে মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চলনায় সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, পাসপোট অফিসে সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ জোনায়েদ হোসেন খান ও জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভার শুরুতে গত আইন-শৃঙ্খলা মিটিং এর গৃহীত সিদ্ধান্তগুলো উপস্থাপন করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক বিরোধী অভিযান চলমান রাখতে জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সামনে মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা করার দাবি জানানো হয়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চিনি, তেল, খেজুর, ছোলা ইত্যাদির দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজারের অভিযান চালানোর জন্য বলা হয়। এছাড়াও মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হয়। বিশেষ করে ইফতারের সময়,তারাবির নামাজের সময় ও শেষ রাতে সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য সভায় বলা হয়। 

 এছাড়াও রেলের টিকিট কালোবাজারি বন্ধ করার জন্য এবং রাজবাড়ী থেকে ঢাকায় যাওয়ার ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলা হয়। এছাড়াও আবাসিক এলাকায় চুরি, ডাকাতি বন্ধ করার জন্য জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

 এছাড়াও রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল সড়ক দিয়ে ট্রাক চলাচল করবে না এবং দিনের বেলায় শহরের মধ্যে ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বাজারে মধ্যে ফুটপাতের পাশে মোটর সাইকেল না রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে পুলিশ সুপারের প্রতি আহবান জানানো হয়।

 সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, এবার এমপি হবার পর এটাই আমার প্রথম আইন-শৃঙ্খলা মিটিংয়ে আসা। বর্তমানে অভিযোগ আসছে পুকুর থেকে ও আবাসিক জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। যারা নিচ্ছে তারা নাকি প্রশাসনকে ম্যানেজ করে চলছে। এ বিষয়টি আমাদের দেখা দরকার, কারণ কৃষি জমি নষ্ট করে ইটভাটায় মাটি নেওয়া যাবে না। এছাড়াও রাজবাড়ীতে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অনেক অনিয়ম রয়েছে। গতকাল আমার কাছে অভিযোগ এসেছে মূলঘর ইউনিয়নে যেসব মহিলারা কাজ করেছে তাদের টাকা দেওয়া হয়নি। আবার ৪০ জন কাজ করলেও ৬০ জনের টাকা তোলা হচ্ছে। এ বিষয়টিও দেখা দরকার। এছাড়াও পাসপোট অফিস নিয়েও আমার কাছে অভিযোগ এসেছে। যারা পাসপোট করতে যায় তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। অন্তত রাজবাড়ী জেলায় আমাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকা দরকার যে পাসপোট অফিসে কেউ ভোগান্তির শিকার হবে না। রমজান মাসে সরকার নির্ধারিত দামের বাইরে কেউ যাতে পণ্য বিক্রয় করতে না পারে সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা কমিটিতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংশ্লিষ্ট বিভাগ সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করছে না। সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শহরের মধ্যে দিনের বেলায় ট্রাক চলাচল করতে পারবে না এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করতে হবে। এছাড়াও ব্যাস্ততম হাসপাতাল সড়কে রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাক চলাচল করবে না।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ