ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রেলওয়ে রিপোর্টার্স ফোরামের দ্বি-বার্ষিক নতুন কমিটি ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-১৪ ১৬:২৯:৩৪

দৈনিক ভোরের কাগজের এন রায় রাজাকে সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের আরেফিন মাসুদকে সাধারণ সম্পাদক করে রেল বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের (বিআরআরএফ)’ এর কমিটি গঠিত হয়েছে।

 বিআরআরএফ’র গঠনতন্ত্র অনুসারে এ কমিটি দুই বছর মেয়াদে কাজ করবে বলে গতকাল ১৪ই মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মশিউর রহমান(আনন্দ বাজার) ও জুলফিকার আলী(দৈনিক বাংলাদেশের আলো), যুগ্ম-সম্পাদক রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন(বাসস), দপ্তর সম্পাদক গাজী শাহনেওয়াজ(প্রতিদিনের সংবাদ) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুস সালেহীন(সময় টিভি)। উপদেষ্টা পিনাকি দাসগুপ্ত(দৈনিক ইত্তেফাক), কিশোর কুমার সরকার(হিন্দুস্থান সমাচার), আসাদুজ্জামান সম্রাট (আমাদের নতুন সময়) ও আসাদুজ্জামান বিকু(দৈনিক পূর্বাঞ্চল)।

 নির্বাহী সদস্যরা হলেন- রেজাউর রহিম(দৈনিক বর্তমান), মাসউদুল হক(ইউএনবি), মনির মিল্লাত(৭১ টিভি), রতন বালো(দৈনিক আমার বার্তা), এখলাস হোসেন (ইনকিলাব), রুহুল আমিন(ভোরের কাগজ লাইভ), আমিনুল হক ভূইয়া(দৈনিক গণমুক্তি), নুরুন নবী(ইটিভি), আখতারুজ্জামান(বাংলাদেশ প্রতিদিন), জয় কুমার যাদব(দেশ টিভি), শওকত আলী খান লিথো(বাংলাদেশ পোস্ট), আব্দুর রাজ্জাক রাজ(দৈনিক বর্তমান কথা), আসাদ আল মাহমুদ(রাইজিং বিডি), রফিকুল ইসলাম পিন্টু(এশিয়ান এইজ), জিহাদুর রহমান জিহাদ(বিটিভি), কাওসার আজম(নয়াদিগন্ত), মোবারক হোসেন(বিডি নিউজ), আরিফুল ইসলাম(আলোকিত বাংলাদেশ), হাসনাত নাঈম(ঢাকা পোস্ট), নাহিদ সাব্বির(জাগো নিউজ) ও জিয়াউল হক সবুজ(বাংলা ভিশন)।

 

পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ