ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৩-১৫ ১৫:৩৮:৩০

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজনে গতকাল ১৫ই মার্চ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। 

 দিবসটি উপলক্ষে সকালে রাজবাড়ী কালেক্টরেটের বঙ্গবন্ধু চত্বর থেকে দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সহ পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। 

 র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জনের প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু, কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ ভোক্তাগণ উপস্থিত ছিলেন।  

 সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম. শাখা সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

 
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ