ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৩-১৮ ১৬:২২:২৪
রাজবাড়ী কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল ১৮ই মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই মার্চ সকাল ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আলিফ নূর, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, রাজবাড়ী পৌরসভার মেয়রের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, রাজবাড়ী ওজোপাডিকোর প্রতিনধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আকমল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোহাঃ দেলোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভা সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা। সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন।

পরে একই স্থানে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত সভা, জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা,এসডিজি সংক্রান্ত সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা  জেলা পর্যায়ের তথ্য অধিকার আইনের বাস্তবায়নের জোরদারকরনের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, মাঠ পর্যায়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান বিষয়ক সম্পাদক, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ