ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা
  • আবুল হোসেন
  • ২০২৪-০৩-২১ ১৭:১১:১৭
গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল ২১শে মার্চ মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণমূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২১শে মার্চ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ গল্প শোনান স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ গল্প শোনান গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে কিভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন সেসব ঘটনা ও যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা গল্প শুনতে অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ