বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামের এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
রাজবাড়ী জেলা পুলিশ গতকাল ২১শে মার্চ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
এর আগে গত ১১ই মার্চ রাত ১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামের লিটন প্রামানিকের বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের মৃত ইউসুফ ঠাকুরের ছেলে মোঃ রেজাউল ঠাকুর(৪৭), বোয়ালমারী উপজেলার ময়নদিয়া গ্রামের মৃত আক্তার মোল্লার ছেলে ফারুক মোল্লা(৪০), বোয়ালমারী উপজেলার তেলজুরি গ্রামের জাবের শেখের ছেলে আমিরুল শেখ(৩২), সালথা উপজেলার কসবা গ্রামের লাল মাতুব্বরের ছেলে ইসহাক মন্ডল(৩০), ফরিদপুর সদর উপজেলার ব্রাক্ষনকান্দা গ্রামের মৃত সুশীল দত্তের ছেলে স্বরজিৎ দত্ত(৫২)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ই মার্চ রাত ১টার দিকে বালিয়াকান্দির বাহিরচর গ্রামের লিটন শেখের বাড়িতে ৭/৮ জন ডাকাত ঢুকে দেশীয় অস্ত্রের ভয়ে সবাইকে জিম্মি করে ৩ লাখ ১৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ সংক্রান্তে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামী করে ডাকাতি মামলা রুজু হয়। পরে জেলা পুলিশ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতে ডাকাত দলের ৫জন সদস্যকে গ্রেফতার করে। এ সময় লুন্ঠিত হওয়া ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটির ১২ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহার করা দেশীয় অস্ত্র ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, বালিয়াকান্দিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার মামলায় ডাকাত দলের ৫জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা মামলার ঘটনার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও ডাকাত দলের সদস্যরা যার কাছে স্বর্ণ বিক্রি করে ছিল তাকেও গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।