ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
গোয়ালন্দে ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের উন্নয়নে মোস্তফা মুন্সীর আর্থিক সহায়তার আশ্বাস
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৩-২২ ১৬:২০:০২
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী গতকাল ২২শে মার্চ ব্যক্তিগত তহবিল থেকে কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের নির্মাণ কাজে অর্থিক সহায়তার আশ্বাস দেন -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দে উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ব্যক্তিগত তহবিল থেকে কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের নির্মাণ কাজে অর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন।
 গতকাল ২২শে মার্চ জুম্মা নামাজ শেষে ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের নির্মাণ কাজ পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী এক লক্ষ টাকা সহযোগিতার আশ্বাস দেন।
 এ সময় কমিটির(ভারপ্রাপ্ত) সভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সদস্য মোঃ শামচু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ শাহজাহান, মাওলানা লুৎফর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরীক হতে পারলে নিজেকে আত্মতৃপ্তি হয়। এ কাজে শুধু দান নয়, সওয়াবেরও অংশীদার হওয়া যায়। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ভালো কাজের সাথেই থাকবো। 
 উল্লেখ্য, মোস্তফা মুন্সী ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ