ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশা পৌরসভা ও মৌরাট ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
  • মোক্তার হোসে
  • ২০২৪-০৩-২২ ১৬:২২:৩৪
পাংশা পৌর বাজারে গতকাল শুক্রবার টিসিবি’র পণ্য বিক্রি করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা ও মৌরাট ইউপিতে গত ২১ ও ২২শে মার্চ দু’দিনে সরকারের নির্ধারিত মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে।
 গত ২১শে মার্চ দিনভর মৌরাট ইউপিতে এবং ২১ ও ২২শে মার্চ দুই দিনে পাংশা পৌরসভার টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য সামগ্রী বিক্রি করা হয়।
 জানা যায়, এবারে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি করে ছোলা ও ১শত টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল বিক্রি করা হয়।
 পাংশা পৌরসভায় টিসিবি ডিলার মেসার্স শাহজাহান এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ ও মৌরাট ইউপিতে মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ টিসিবি’র পণ্য বিক্রি করে। মেসার্স শাহজাহান এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান আলী এসব তথ্য নিশ্চিত করেন।
 তিনি বলেন, পাংশা পৌরসভায় ৩ হাজার ৩৬১ এবং মৌরাট ইউপিতে ১হাজার ৫২২জন টিসিবি কার্ডধারীর মাঝে সরকারের নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ