জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হবার পর প্রথম বারের মতো গতকাল ২৩শে মার্চ সকালে রাজবাড়ী সফরে আসেন ডাঃ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি এডঃ সানজিদা খানম।
জানা গেছে, ঢাকা থেকে তিনি সড়ক পথে উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে পৌছান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আবু কায়সার খান এবং ডাঃ আবুল হোসেন কলেজের পক্ষে থেকে গভর্নিং বডির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শামছুল হক সস্ত্রীক তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
এরপর হুইপ এডঃ সানজিদা খানমকে রাজবাড়ী জেলা পুলিশের হাউজ গার্ডের একটি চৌকস দল সকালে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় সার্কিট হাউজে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়াল, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল ইসলাম সফিক, উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু উপস্থিত ছিলেন।
সার্কিট হাউজ থেকে এডঃ সানজিদা খানম রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে মরহুম ডাঃ আবুল হোসেনের কবর জিয়ারত করেন। এরপর তিনি রাজবাড়ী পৌর সভার ১নং বেড়াডাঙ্গা এলাকায় নিজ বাসভবনে ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষকবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এ সময় ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল হক হিটুসহ কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।