ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
পাংশায় সড়কে চাঁদাবজিসহ অপরাধ প্রবণতা রোধে বাসস্ট্যান্ড পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-২৭ ১৬:৪০:০২

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাংশা হাইওয়ে রোডে চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা রোধে পূর্ব পদক্ষেপ গ্রহণ করেছে থানা পুলিশ।  
 এরই ধারাবাহিকতায় গতকাল ২৭শে মার্চ বিভিন্ন বাস স্ট্যান্ড পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা।
 জানা যায়, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় আজিজ সরদার বাস স্ট্যান্ড এবং পর্যায়ক্রমে মৈশালাসহ অন্যান্য বাস স্ট্যান্ড পরিদর্শন করেন।
 পুলিশ কর্মকর্তারা বাস স্ট্যান্ডে শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অটো ও মাহিন্দ্র চালকদের সাথে পাংশা হাইওয়ে রোডে চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা রোধে করণীয় বিষয়ে কথা বলেন।
 পুলিশ কর্মকর্তারা বলেন, পাংশা হাইওয়ে সড়কসহ থানা এলাকায় চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা রোধে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হাইওয়ে রোডে চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা রোধে পূর্ব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা। এ লক্ষ্যে কোথায়ও কোনো ধরনের চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটলে থানা পুলিশকে অবহিত করার আহবান জানান পুলিশ কর্মকর্তারা।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন