ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • রফিকুল ইসলাম/সুজন বিষ্ণু
  • ২০২৪-০৩-২৭ ১৬:৪৫:১৫

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গত  ২৬শে মার্চ  নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয়  পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। 
 এরপর দলীয় কার্যালয় থেকে রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে নেতাকর্মীদের একর‌্যাবের হয়ে শহরের রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জঅর্পণ করে।
 এ সময়  সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, রেজাউল হক রেজা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সদস্য আব্দুস সালাম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা যুব লীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!