রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা বাজার সংলগ্ন চত্রা নদী অবৈধভাবে দখল করে শাম্মী এন্টারপ্রাইজ নামের দোতালা মার্কেটের নির্মাণ কাজ গতকাল ৩০শে মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্মকর্তাদের নির্দেশে গতকাল ৩০শে মার্চ সকাল ১১টার দিকে সরিষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান মিয়া সরেজমিন মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করেন।
জানা যায়, সরিষা ইউপির খামারডাঙ্গী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ শামসুদ্দিন মন্ডল চত্রা নদী দখল করে শাম্মী এন্টারপ্রাইজ নামে দোতলা মার্কেটের নির্মাণ কাজ করছিলেন। সরিষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান মিয়া জানার পর তিনি বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেলকে অবহিত করেন। কর্মকর্তারা সরিষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান মিয়াকে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সরিষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান মিয়া বলেন, সরিষা মৌজার ১৪৪৩৪ নং দাগ ১নং খতিয়ানভুক্ত নদী পয়স্তি। নদী অবৈধভাবে দখল করে মোঃ শামসুদ্দিন মন্ডল দোতলা মার্কেট নির্মাণ করছিলেন। সরেজমিন মৌখিকভাবে মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাম্মী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ শামসুদ্দিন মন্ডল জানান, পৈত্রিক দেড় শতাংশ জমির উপর তার মার্কেট। মেয়ের নামে তিনি মার্কেট নির্মাণ করছেন। মার্কেটের নিচতলায় ৭টি শার্টার আছে। মার্কেটে তিনি নিজে ব্যবসা পরিচালনা করেন। গোডাউনের জন্য দু’সপ্তাহ আগে মার্কেটের দোতলার কাজ শুরু করা হয়। মার্কেটের জমির সীমানা নির্ধারণ করা হয়নি। নদীর মধ্যে আংশিক পড়তে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে শরিকদের সাথে তাদের দেওয়ানী মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।