ঢাকা বুধবার, মে ১, ২০২৪
পাংশায় কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • মিঠুন গোস্বামী
  • ২০২৪-০৩-৩১ ১৫:৩২:০০

পারিবারিক সবজি পুষ্টি বাগান সম্প্রসারণের লক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ৩১শে মার্চ দুপুরে উপজেলা চত্ত্বরে ৬০জন কৃষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে সবজি বীজ, সার এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 
 কৃষাণীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।  
 এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
 পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ১ম বারের মতো পাংশা উপজেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান সম্প্রসারণে বিনামূল্যে সবজি বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২টি ইউনিয়নের ৬০ জন কৃষাণীর মাঝে এগুলো বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ১০ টি ইউনিয়নের ৩০০ জন কৃষানীর মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

 

 

 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ